দাজ্জালকে হত্যা করার স্থান ‍‍”বাবেলুদ”

0
3799

অবি ডেস্কঃ ইসলাম ও খ্রিস্টান, উভয় ধর্মেই কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্ট উল্লেখিত রয়েছে। পৃথিবীর সমাপ্তিলগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবী করবে। পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দিবে। অবশেষে হযরত ঈসা (আ.) এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনামুক্ত করবেন।

 

রাসূল (সা.) এর বিভিন্ন হাদীসে হযরত ঈসা (আ.) দাজ্জালকে কোথায় হত্যা করবেন, তার বর্ণনা পাওয়া যায়। হযরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারি (রা.) বর্ণনা করেন, আমি আল্লাহর রাসুল (সা.) কে বলতে শুনেছি,

“ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন।” (মুসনাদে আহমাদ, খণ্ড ৩, পৃষ্ঠা ৪২০; সুনানে তিরমিজি, হাদিস নং ২২৪৪)

দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনারটি ‘যিশু মিনার’ নামেও পরিচিত। সহীহ মুসলিমসহ অন্যান্য হাদিসগ্রন্থের বর্ণনা অনুযায়ী কেয়ামতের আগে এখান থেকেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন।

এছাড়া আরও বিভিন্ন হাদীসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরাইল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখন্ডের একটি ছোট শহর, যা তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইসরাইলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এ শহরটির নিকটেই অবস্থিত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =