কে এই মাহাদী?

0
435

চট্টগ্রাম শাহ আমানত (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করে মাহাদী নামে অস্ত্রধারী এক যুবক।

 

খবর পেয়ে সন্ধ্যায় মাত্র ৮ মিনিটে কমান্ডো অভিযানে নিহত হন মাহাদী। কিন্তু কে এই ছিনতাইকারী কিংবা তার পরিচয় বা কি-এটা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিমানের ডাটাবেইজে রক্ষিত তথ্য অনুযায়ী, সেই ছিনতাইকারী মাহাদীর আসল নাম মো. পলাশ আহমেদ। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুর দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে। বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী, তিনি অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। তার নাম উল্লেখ ছিল অহমেদ/এম পলাশ। সিট নং ছিল ১৭৪। খোঁজ নিয়ে জানা গেছে, মাহাদীর দাদার নাম মৃত হাবিবুল্লাহ। তিন বোন ও এক ভাই তারা। তিনি দাখিল পাশ করে সোনারগাঁও ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন। মাঝে বেশকিছু দিন মালয়েশিয়াও ছিলেন মাহাদী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − six =