পপুলার লাইফের ৩ ব্যক্তিকে জরিমানা ও সতর্কপত্র

0
552

দেশের বৃহৎ বেসরকারি বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ৩ ব্যক্তিকে ৭০ লাখ টাকা জরিমানা, ৫ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে সতর্কপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

১৯ ফেব্রুয়ারি বিএসইসির ৬৭৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মোস্তফা হেলাল কবির অ্যান্ড এসোসিয়েটসের মোস্তাফা হেলাল কবির, ফউজিয়া ইয়াসমিন, হাফেজা খাতুন, মবিউর রহমান সরকার, মেসার্স অহনা কনস্ট্রাকশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গ করেছে। গত বছরের বিভিন্ন সময়ে এসব শেয়ার কারসাজির ঘটনা ঘটে। অন্যদিকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির এবং তার স্ত্রী ফউজিয়া ইয়াসমিন নিষেধাজ্ঞা থাকাকালীন মুন্নু সিরামিকের শেয়ারের লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪ এর উপ-বিধি (২) ভঙ্গ করেছে; একই কারণে কাজি মো. শাহাদাত হোসেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অডির্নেন্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গ করেছে। এছাড়াও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রধান অবলিখক, জীবন বীমা ও পুনঃবীমা) ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, সহকারী মহাব্যবস্থাপক তাইজুদ্দিন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সৈয়দ মো. আকবর নিষেধাজ্ঞা থাকাকালীন মুন্নু সিরামিকের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪ এর উপ-বিধি (২) ভঙ্গ করেছে। উল্লিখিত সিকিউরিটজ আইন পরিপালনে ব্যর্থতার কারণে কমিশন মোস্তফা হেলাল কবিরকে ১০ লাখ টাকা, তার স্ত্রী ফউজিয়া ইয়াসমিনকে ১০ লাখ টাকা ও কাজী শাহাদাত হোসেনকে ৫০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হাফেজা খাতুন, মবিউর রহমান সরকার, মেসার্স অহনা কনস্ট্রাকশন, ইমাদ উদ্দিন আহমেদ, তাইজুদ্দিন আহমেদ ও সৈয়দ মো. আকবরকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি সূত্রে আরো জানা যায়, গত বছর তালিকাভুক্ত যে কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটানো হয়েছিল সেগুলো হলো- মুন্নু জুট স্টাফলারস, মুন্নু সিরামিক, কুইন সাউথ টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, আলিফ ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট ও নেউইক যজ্ঞেশ্বর। গতবছর কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় গঠিত বিএসইসির আলাদা দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 5 =