মহান ভাষা দিবসে শিশু কিশোর মেলার ২ দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি

0
475

শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২টি স্কুলে ভাষার উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা। গত ২৬ ফেব্র“য়ারি কৈলাশ রঞ্জন স্কুল ও গতকাল বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিষ্ঠান ২টির আলোচনা সভায় জেলা সংগঠক সাজু রায়ের সভাপতিত্বে ও লিপি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক বিনতে হুসাইন নাজনীন বানু, কৈলাশ রঞ্জন স্কুলের শরীরচর্চার শিক্ষক ইমরুল হোসেন, শিশু কিশোর মেলা রংপুর জেলার সংগঠক আবু রায়হান বকসী, দীপক আর্য প্রমূখ। বক্তারা বলেন, পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয় শিশু কিশোরদের বিকাশের জন্য নানা ধরনের সৃজনশীল আয়োজন দরকার। তাদের উন্নত মানুষ হওয়ার জন্য ভাষা শহীদসহ বড় বড় মানুষদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে। চলার পথে বাধা-বিপত্তি হতাশা থেকে বড় বড় মানুষের জীবন সংগ্রাম তাদের মুক্তি দিতে পারে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান দুটিতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে বই পুরস্কার দেয়া হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 6 =