Site icon Aparadh Bichitra

রূপসায় জমি আছে ঘর নাই প্রকল্পে হাসি ফুটেছে ১শ ৪৬ পরিবারে

রূপসা প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা উপজেলায় ঘর পেয়ে হাসি ফুটেছে ১শ ৪৬ দরিদ্র পরিবারে। জমি আছে ঘর নাই প্রকল্প- ২ এর আওতায় সরকারের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে এসব পাকা ঘর। ১ লাখ টাকার বাজেটে সেমি পাকা ঘরের সঙ্গে দেওয়া হয়েছে একটি টয়লেটও। শনিবার (২ মার্চ ) দুপুরে উপজেলা আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ৩নং নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে প্রধান অতিথি হিসাবে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান, সহকারী কমিশন সাবরিনা সুলতানা, প্রকল্প কর্মকর্তা মো. আরিফ হোসেন, প্রমুখ। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, দেশে কেউ গৃহহীন থাকবে না। এজন্য আশ্রয়ন প্রকল্প তৈরি করে ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যাদের কিছু জমি আছে অথচ ভালো ঘর নেই, দরিদ্রতার কারণেই ঘর তৈরি করতে পারছে না তাদের জন্য জমি আছে ঘর নেই নামে এক লাখ টাকায় একটি ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই আলোকে উপজেলায় এই ১৪৬টি ঘর।