বাংলাদেশের চিকিৎসকদের সম্মানহানি ঘটার অন্যতম কারণ কমিশন বিজনেস:অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত

0
603

ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকরা কমিশন নেয়া বন্ধ করলে দেশে চিকিৎসাব্যয় ৪০ শতাংশ কমে আসবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত।

 

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ভিসি। দেশের স্বনামধন্য এই চিকিৎসক বলেন, বাংলাদেশের চিকিৎসকদের সম্মানহানি ঘটার অন্যতম কারণ কমিশন বিজনেস। চিকিৎসকদের উচিত হবে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন গ্রহণের মতো ‘খারাপ অভ্যাস’ থেকে বেরিয়ে আসা। তাহলে তারা তাদের পূর্বের সম্মান ফিরে পেতে পারেন। ড. প্রাণ গোপাল দত্ত বলেন, পৃথিবীর সব দেশেই চিকিৎসকদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়। তাদেরকে সম্মানের আসনে বসানো হয়। কিন্তু বাংলাদেশে চিকিৎসকরা ততোটা সম্মান পান না। এর মূল কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক। দেশের বিশিষ্ট এই নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে নীতি নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে রোগীদের সঙ্গে পেশাদারি সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + three =