Site icon Aparadh Bichitra

ইটের পরিমাপ ছোট হওয়ায় ইটভাটাকে জরিমানা

ইটের পরিমাপ ছোট হওয়ায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের চারটি ইটভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

আজ সোমবার ০৩ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল তদারকিমূলক এই অভিযান পরিচালনা করেন । প্রতিষ্ঠান গুলো হলো, বি এম,এ আর বি, এন বি এম, আরবি এম-২, ইটভাটাকে বিডিএস। ২০০৯ বিএসটিআই এর আইন অনুযায়ী ইটের বাংলাদেশি যে স্ট্যান্ডার্ড তা অপেক্ষা পরিমাপে কম দেওয়ার অপরাধে প্রত্যেকটি ইটভাটাকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে ইট তৈরিতে পরিমাপে কারচুপি করা থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ তদারকি কাজে এপিবিএন’১ এর দস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।