Site icon Aparadh Bichitra

সাভারে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামরুল হাসান রুবেলঃ সাভার হেমায়েতপুর আলমনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৬ শতাধিক ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।                                                     সোমবার (৫ই মার্চ) রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৬৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।প্তারকৃতরা হলো,

দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীর ডেবখন্ডা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অহেদুল ইসলাম (২৮) ও একই এলাকার মাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (২৬)। তারা দু’জনই হেমায়েতপুর হাউজিং এলাকায় বাসা ভাড়া থেকে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন এবং মোহাম্মদ গণিসহ গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।  পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।এসময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৬৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম) বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।