ইউরিয়া ও সোডা দিয়ে চানাচুর, আদালতের জরিমানা

0
1252

অবি ডেস্কঃ সিরাজগঞ্জে সদর উপজেলার তেলকুপিতে ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মাড় দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী ও বিক্রির দায়ে ফুডস কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ আদেশ দেন।

 

 

আদালতের পেশকার মিলন সরকার পরিবর্তন ডটকমকে জানান, তেলকুপি এলাকার আনি ফুডস কারখানা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মাড় দিয়ে বেকারী পণ্য উৎপাদন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইউরিয়া ও সোডা দিয়ে চানাচুর তৈরি করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মাড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 + 15 =