দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

0
504
কামরুল হাসান রুবেলঃ আজ থেকে সারা বাংলাদেশে এক লক্ষ ৩০ হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসুচী শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের বক্তারপুর এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্পদায়ের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় প্রায় ১৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকবে না সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি ছয় মাস করে দেশে ১২ হাজার গৃহহীনদের বাড়ি ঘর নির্মাণ করে দেবে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত  মাদার অফ হিউম্যানিটি দেশ প্রেমিক নেত্রী কোথাও নেই বলেন তিনি। এছাড়া বেদে সম্পদায় মাদক ব্যবসা ছেড়ে দিলে, তাদেরকে পূর্ণবাসনের সুযোগ করে দেওয়া হবে। ত্রাণ বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান,সাভার মডেল থানার  অফিসার ইনচার্জ এস এম সায়েদ,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান,সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুলসহ আরো অনেকে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =