পাটের সোনালী আঁশ আবার ফিরে আসবে সারা দেশে

0
479
কামরুল হাসান রুবেলঃ আমি নিজেও দুর্নীতি করবো না অন্যকেও দুর্নীতি করতে দেবনা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টে·টাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত এখানে কেউ দুর্নীতি করতে পারবে না আমার মন্ত্রাণলয়ের  কোন কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাটের সোনালী আঁশ আবারও ফিরে আসবে সারা দেশে এখন মানুষ প্লাষ্টিক বর্জন করেছে দেশে প্লাষ্টিক ব্যবহার করায় পাটের দুর্যোগ নেমে এসেছিলো নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটের পণ্য তৈরি করতে হবে। নবীন বরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ টে·টাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন,বাংলাদেশ টে·টাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান,নিটারের অধ্যক্ষ ড.মিজানুর রহমানসহ আরো অনেকে। সিংক গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রী।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + ten =