Site icon Aparadh Bichitra

প্রতারক, দুর্নীতিবাজ আশিস বাবুর খুটির জোর কোথায়

ষ্টাফ রিপোর্টার ॥ রাজধানীনির আশিস বাবু নামীয় জনৈক ব্যক্তি ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলার লোকজনকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে ঢাকার শহরে গড়ে তুলেছেন সম্পদের অট্টালিকা। জনৈক ব্যক্তির সহিত আশিস বাবুর সাথে পরিচয় হয়। তার সাথে মধ্যে মধ্যে জনৈক ব্যক্তির সহিত ঢাকা আমাদের পত্রিকা অফিস মতিঝিলে গেলে আশিস বাবুর সাথে দেখা হয় এবং একদিন হঠাৎ করিয়া আশিস বাবু তাহাকে বলে যে, একটি সংবাদ আছে তখন তাহাকে জনৈক ব্যক্তির সহিত বলে যে, পরবর্তীতে সংবাদটি দিয়েন।

 

গত ১২/০২/২০১৯ইং তারিখে জনৈক ব্যক্তিকে আশিস বাবু তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে সংবাদটি জানায় যে, টি.এ.এম ইন্ডাষ্ট্রিজ লিঃ টংগি গাজীপুর এর কিছু কন্টিনার চট্টগ্রাম কাস্টমস্ হাউজের উপ-পরিচালক মহিউদ্দিন সাহেব আটক করিয়াছেন। তাহারা অনেক চেষ্টা করার পরেও কন্টিনার গুলো ছাড়াতে পারে নাই। ইদানিং মালিক পক্ষের লোকজনের কাছ থেকে কাস্টম হাউজের উপ-পরিচালক মহিউদ্দিন লুভনা ও কাস্টম কোট পরিদর্শক লুৎফুর রহমান তিন জন মিলিয়া ২৫ লক্ষ টাকা নিয়ে কন্টিনার গুলো ছাড়িয়েছেন। জনৈক ব্যক্তি আশিস বাবুর এই বক্তব্য তাহার মোবাইলে রেকর্ড করিয়াছে। পরবর্তীতে চট্রগ্রাম কাস্টম হাউজের উপ-পরিচালক মহিউদ্দিন সাহেবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিলে ওনি জানান যে, আশিস বাবু যে তথ্য দিয়েছে তাহা সর্ম্পুন মিথ্যা এবং কন্টিনারগুলা এখনো চট্রগ্রাম কাস্টম হাউজে আটক আছে। জনৈক ব্যক্তি এর পরে আশিস বাবুকে পূর্নরায় জিজ্ঞাসা করিলে আশিস বাবু বলে যে জনৈক ব্যক্তি তার সাথে দেখা করার জন্য, তাহাকে ভিষন চাপ দেয়। জনৈক ব্যক্তি থাকে মোবাইল ফোনে কথা বলার জন্য বললে সে বলে যে, তুই আমার কথা রেকর্ড করেছিচ কেনো, তুই আমার সাথে জরুরি দেখা কর, জনৈক ব্যক্তি দেখা না করায় জনৈক ব্যক্তিকে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে হুমকি ও খুন করিয়া ফেলিবে বা মিথ্যা মামলা মোকদ্দমায় জরাবে বলে হুমকি দিয়া আসিতেছে জনৈক ব্যক্তি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে, তার বাড়ি কুমিল্লা জেলায়। সে আনুমানিক ৪/৫ বছর পূর্বে ঢাকায় আসে। আসার পর হইতে সে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সাথে যোগ দিয়ে চাদাঁবাজি ও দালালি সহ নিরীহ মানুষদেরকে নির্যাতন করিয়া সে বর্তমানে ঢাকা শহরে ২/৩টি ফ্ল্যাট বাড়ী ও ২/৩টি গাড়ীর মালিক হয়েছে। তার বিরুদ্ধে কেহ কথা বলিলে তাহার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আঘাত প্রাপ্ত হয়ে খুন হইবে ভয়ে কেহ তাহার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। সে বর্তমানে এমন ভাব ধারণ করিয়াছে জনৈক ব্যক্তিকে কিংবা তাহার পরিবারের যে কোন সদস্যকে যে কোন সময় মিথ্যা মামলা মোকদ্দমায় জড়াইয়া হয়রানী করিবে কিংবা সময় সুযোগমত পাইলে খুন করিয়া ফেলিবে। পরবর্তীতে উক্ত বিষয়ে জনৈক ব্যক্তি স্থানীয় পুলিশ সুপার সহ মাননীয়, স্বরাষ্ট্র সচিব মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০, মাননীয়, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১, সেগুন বাগিচা, ঢাকা ৩। মাননীয়, মহা পরিচালকের কার্যালয়, শুক্ল গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আইডিইবি ভবন (১০ম তলা), ১৬০/এ, কাকরাইল ভিআইপি সড়ক,ঢাকা-১০০০ এর কার্যালয়ে অভিযোগ দায়ের করিয়াছেন। তারপরও অবিরাম আশিস বাবু জনৈক ব্যক্তিকে মোবাইল ফোনে সহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান করিয়া আসিতেছে।