Site icon Aparadh Bichitra

বাড়ির আশে পাশে উপকারি অনেক ঔষধি গাছ পাওয়া যায়

বাড়ির আশে পাশে বিভিন্ন জায়গায় অশ্বত্থ গাছ দেখতে পাওয়া যায়। অথচ এই গাছের গুণাবলী অনেকেরই অজানা। জেনে নিন, এই গাছের পাতা কতটা উপকারী।

 

 

১. এই গাছের ফল খিদে না পাওয়া, সর্দি-কাশি, বমি হওয়া— এই সব থেকে বাঁচতেও খুব উপকারী।

২. অশ্বত্থ গাছের পাতা বেটে তার সঙ্গে গুড় মিশিয়ে দিনে তিন থেকে চার বার খান। পেটে ব্যাথা কমবে।

৩. এই গাছের পাতা ও ফল দুটোকে শুকিয়ে গুড়ো করুন। সমপরিমাণে মেশান। এই মিশ্রণ সেবন করলে হাঁপানি রোগের পক্ষে উপকারী।

৪. সাপ বা অন্য কোনও পোকামাকড় কামড়ালে এই গাছের পাতার বেটে ক্ষত স্থানে লাগালে উপকার পাওয়া যায়।

৫. অশ্বত্থ গাছের পাতা খেলে চুলকানি বা ত্বকের সমস্যাও সমাধান হয়। গাছের পাতা বেটে তার সঙ্গে ঘি এবং লেবু মিশিয়ে ত্বকের চুলকানি বা ক্ষত এলাকায় লাগালে উপশম মেলে

৬. পা ফাটলে এই গাছের পাতার কষ লাগালে উপকার পাওয়া যায়।

৭. প্রতিদিন ৫-১০টি অশ্বত্থ গাছের ফল খেলে কোষ্ঠ্যকাঠিন্যও কমে যায়।

৮. চোখে ব্যথা হলে, পাতার রস লাগান। ব্যথা কমবে।

৯. অশ্বত্থ এবং বটগাছের ছালের সঙ্গে গরম জল মিশিয়ে, তা দিয়ে কুলকুচি করুন। দাঁতে ব্যথা কমবে।