সাভার পৌরসভা জুড়েই কান্নার রাস্তা, রাস্তা গুলো যেন অধরে কান্না করছে

0
1010

কামরুল হাসান রুবেলঃ পৌরসভার রাস্তা তৈরি ও মেরামতের দায়বদ্ধতা কার?সাধারণ মানুষের না নির্বাচিত জনপ্রতিনিধিদের?  সাধারণ মানুষ তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। সেই নির্বাচিত প্রতিনিধির কাছে পাওয়ার বিনিময়ে যদি হয় রাস্তায় হাঁটুপানি জলাবদ্ধতার তাহলে তো আর কথাই থাকে না।

সাভার পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বেশ কিছু এলাকায় সামান্য  বৃষ্টি হলেই তলিয়ে যায় এলাকার প্রধান প্রধান সড়ক গুলো। শহরের ড্রেন, ডোবা ও খালগুলো সঠিক সময়ে সঠিক ভাবে সংস্কারের অভাবে এ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছে পৌরবাসী। সরজমিনে প্রদক্ষিন করে দেখা যায় ৭নং ওয়ার্ড ৫নং ওয়ার্ড ৯নং ওয়ার্ড ৬নং ওয়ার্ড সহ অন্য ওয়ার্ডগুলোই একোই দশা। বৃষ্টির দিন আসতে না আসতেই অল্প বৃষ্টিতেই তলিয়ে গেছে  রাস্তা গুলো।জনদূর্ভোগ পৌছেছে চরম পর্যায়ে।একটু বৃষ্টি হলেই ঘর থেকে বের হতে পারছে না লোকজন। রিক্সা, অটো রিক্সা, ভ্যান, টমটমসহ ছোট ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স কিংবা পুলিশের পিক-আপ ভ্যানগুলোও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে, আসামি ধরতে তাদের বিভিন্নভাবে বেগ পেতে হচ্ছে এবং হিমশিম খাচ্ছে। অন্যদিকে কাদা পানির মধ্যে দিয়ে পায়ে হেটে চলাচল দু:সাধ্য হয়ে দাঁড়িয়েছে। সাভার পৌরসাভার এ করুণ অবস্থা দূরীকরণের ব্যাপারে পৌর মেয়র ও ওয়ার্ড কাউ‌ন্সিলর‌দের সজাগ থেকে দৃষ্টিপাত দিতে বিশেষ অনুরোধ জানিয়েছে পৌরবাসী।সাভার পৌরসভা ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল যা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের পৌরসভা হিসেবে বিবেচিত। ১৯৯২ সালে সাভার পৌরসভা গঠিত হয়।এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা ও ব্যবসায়ীক প্রানকেন্দ্র শহরের রাস্তায় রাস্তায় এ ধরনের জলাবদ্ধতা কাম্য নয় বলেও মন্তব্য পৌরবাসীরা। সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি বলেন,  আমি নিজেই প্রকল্প দিয়ে এসব এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবো। পৌরবাসীরা বলেন প্রতিশ্রুতির মধ্যে থাকতে চাই না, আমরা কাজ দেখতে চাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − eight =