ইমরান খানের আয়ে ধস নেমেছে

0
480

অবি ডেস্কঃ তিন বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আয়ে ধস নেমেছে। ২০১৫ সালে তার আয় ছিল দুই কোটি ৫৬ লাখ টাকা, যা ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে মাত্র ৪৭ লাখ টাকায়। এ হিসাবে তিন বছরে তার আয় কমেছে তিন কোটি ৯ লাখ টাকা। খবর ডনের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের ২০১৫ সালে মূল আয় ছিল তিন কোটি ৫৬ লাখ টাকা৷ ২০১৬ সালে সেটি কমে দাঁড়ায় এক কোটি ২৯ লাখে৷ ২০১৭ সালে সেটি আরও কমে দাঁড়ায় মাত্র ৪৭ লাখ টাকায়।

তবে বিরোধী নেতাদের আয় বেড়েছে। ইমরান খানের বিরোধী নেতা শাহবাজ শরিফের আয় ক্রমশ বৃদ্ধি হয়েছে৷ ২০১৫ সালে তার আয় ৭৬ লাখ টাকা ছিল, যা বেড়ে ২০১৭ সালে এক কোটি টাকা পার করেছে৷ ২০১৫ সালে সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির মূল আয় ছিল ১০ কোটি ৫ লাখ টাকা৷ ২০১৬ সালে এই আয় বেড়ে ১১ কোটি ৪ লাখ টাকা। ২০১৭ সালে সেটি আরও বেড়ে দাঁড়ায় ১৩ কোটি ৪ লাখ টাকায়৷ এ ছাড়া তার কাছে ৭ হাজার ৭৪৮ একর জমি রয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =