Site icon Aparadh Bichitra

কে এই রাইসা

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে বছরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘যদি একদিন’। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গায়ক-অভিনেতা তাহসান খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী।

 

ছবিতে রূপকথা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী রাইসা। তবে কে এই ছোট্ট রাইসা। ‘যদি একদিন’ ছবির মূল গল্পটাই তৈরী হয়েছে রূপকথাকে কেন্দ্র করে। তাহসানের মেয়ে চরিত্রে অভিনয় করেছে এই শিশুশিল্পী।  এই রাজধানীর লালবাগের গ্রিন ল্যান্ড মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। ২০১৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিল রাইসা। ছোট্ট রাইসার বিলবোর্ড হয়েছিল পুরো ঢাকা শহরে। বিজ্ঞাপনের পর অনেক নাটকেও অভিনয় করেছে রাইসা। সাগর জাহানের ‘মাখন মিয়ার উদার বউটা’ নাটকে তিশার সঙ্গে অভিনয় করে নজর কাড়ে রাইসা। অভিনয়ের জন্য আরটিভি থেকে  সেরা শিশুশিল্পীর পুরস্কারও পায় সে। জানা যায়, সেই নাটকে রাইসার অভিনয় দেখে মুগ্ধ হন ‘যদি একদিন’ ছবির পরিচালক মোহাম্মদ মুস্তাফা কামাল রাজ।  রাইসার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। উল্লেখ্য, এই চলচ্চিত্রে রাইসাকে (রূপকথা) নিয়ে একটি গান হয়েছে। এস এ হক অলিকের লেখা ‘লক্ষ্ণীসোনা’ শিরোনামের গানটি গেয়েছেন হৃদয় খান। পর্দায় এই গানে ঠোঁট মিলিয়েছেন তাহসান