জুয়ার আসর বন্ধে সিএমপি কমিশনার সমীপে

0
566

অবি ডেস্কঃ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ রেলক্রসিং এলাকা, মিয়ার পাহাড়, ষ্টারশীপ গলি, এলাকায় চলছে জমজমাট জুয়ার আসর। মিয়ার পাহাড় ও ষ্টারশীপ গলি এলাকার জুয়ার আসরের নেতৃত্বে রয়েছে, জনৈক ইলিয়াছ আহমেদ লেদু প্রকাশ বাবা লেদু উরফে ছোট লেদু। আর রৌফাবাদ রেলক্রসিং এলাকার ২টি ষ্পটের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ আলী প্রকাশ জুয়ারী আলী।

 

এসব স্পটে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালানো হচ্ছে লাখ-লাখ টাকার জুয়ার আসর। এসব জুয়ার আসরকে কেন্দ্র করে রৌফাবাদ কলোনী, পাহাড়িকা আবাসিক এলাকা, ষ্টারশীপ গলি, মিয়ার পাহাড়সহ আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, বখাটেপনাসহ বহুমাত্রিক অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, উল্লেখিত এসব এলাকায় বহিরাগতদের বেপরোয়া আনাগোনায় এলাকাবাসী সবসময় আতঙ্কে তটস্থ থাকে। বিশেষ করে সন্ধ্যার পর কেডিএস গার্মেন্টসসহ পাশর্^বর্তী এলাকার গার্মেন্টস্গুলো ছুটি হলে এসব পথ ধরে গার্মেন্টস্-এর মহিলা কর্মিরা যাওয়ার পথে জুয়ারি এবং মাদকসেবীরা তাদের উদ্দেশ্য করে নানা অঙ্গভঙ্গি, সজোড়ে মোবাইলে গান-বাজনা, অশ্লীল বাক্য ছুঁড়ে দেয়াসহ নানাভাবে হয়রানি ও উত্যক্ত করে। কেউ এর প্রতিবাদ করলে, সন্ত্রাসী ছোট লেদু ও জুয়ারি আলী দলবল নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বায়েজিদ থানা পুলিশের কতিপয় সোর্স নামধারি টাউট ও স্বঘোষিত ক্যাশিয়ারের শেল্টারে থেকে তারা প্রকাশ্যে এসব অপকর্ম করছে। ফলে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটার পাশাপাশি পুলিশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
তাই অনতি বিলম্বে উল্লেখিত ৪টি স্পটের জুয়ার আসর বন্ধে সিএমপি কমিশনারের দৃষ্টি আর্কষণ করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 9 =