ধামরাইয়ে অব: প্রাপ্ত শিক্ষা কর্মকর্তার পরিবারের উপর হামলার উল্টো তার বিরুদ্বে মামলা নিয়েছে পুলিশ

0
592

আমির হামজা : ধামরাইয়ে অব: প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও তার পরিবার সন্ত্রাসী হামলার শিক্ষার হয়ে আহত ।জানাগেছে , শুক্রবার সকাল ১১ টার দিকে ধামরাই উপজেলার কাওয়াখোলা গ্রামে জমি জমা সংক্রান্তকে কেন্দ্র করে আব্দুল লতিফের ছেলে ফরহাদ হোসেন ও সোহরাব হোসেন দেশীয় অস্ত্র দা,খন্তি ,সাবল ,লাঠী সোডা দিয়ে একই গ্রামের অব: প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আলী আহাম্মদ ( ৭২ ) এর উপর হামলা চালায় ।

 

তার চিৎকারে স্ত্রী হাসিনা আক্তার ( ৫৫ ) ছেলে শিক্ষক হায়দার আলী (৩০ ) ও হান্নান (২৬ ) এগিয়ে আসলে তাদের উপর হামলা চালায় । ্এলাকাবাসীর সহায়তায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা নেন । অব: প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আলী আহাম্মদ বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিক্তিতে এস আই রফিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন । ঘটনার সত্যতার প্রমান পেয়ে ও বাদীর অভিযোগ আমলে না নিয়ে আসামীদের পক্ষে কাছে থেকে পুলিশ অর্থের সুবিধা না নিয়ে উল্টো বাদীর বিরুদ্বে মামলা গ্রহন করেন ধামরাই থানা পুলিশ । এ ভাবেই চলছে ধামরাই থানা পুলিশের মিথ্যা মামলা বানিজ্য । মিথ্যা মামলার মাথায় নিয়ে অব: প্রাপ্ত শিক্ষা কর্মকর্তার পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে । এ ব্যাপারে তদন্ত অফিসার এস আই রফিকুল ইসলাম এ প্রতিবেদক কে বলেন , ঘটনা সবই সত্য আমি তদন্ত করেছি মামলা তো নেয়ার ক্ষমতা আমার নেই । এইটা ওসির স্যারের ব্যাপার । ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার সাথে যোগা যোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × four =