বর্তমান সরকার প্রান্তিক কেন্দ্রের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে; সালাম মূর্শেদী

0
460

রূপসা প্রতিনিধি,খুলনা: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বর্তমান সরকার প্রান্তিক কেন্দ্রের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা। পাশাপাশি মাদক নিয়ন্ত্রনের জন্য মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবেনা। কারন মাদক সমাজের ব্যাধি। যার কারনে এসকল ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

 

তিনি আরো বলেন জমি দখলকারী যেইহোক তাকে প্রতিহত করা হবে। ক্ষমতার অপব্যবহার কোনো ক্ষেত্রে মেনে নেওয়া হবেনা। তিনি শনিবার (১৬ মার্চ) খুলনার রূপসা উপজেলার তিলক রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিখির বক্তৃতায় এ কথা বলেন।

এনভয় গ্রুপের সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ। বিশেষ অতিথির বক্তৃতা করেন এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শারমিন সালাম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান। আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের প্রশাসক শেখ কবির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন ওসি তদন্ত শাহিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক

আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক মালিক সরোয়ার উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান কবির প্যারিস, জেলা আ’লীগ নেতা আ. মজিদ ফকির, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আ. সালাম, মোল্লা আরিফুল ইসলাম, চঞ্চল মিত্র, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আ. গফুর খান, ইমদাদুল ইসলাম, নাসির হোসেন সজল, রুহুল আমিন রবি, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, রিনা পারভিন, আবু আহাদ হাফিজ বাবু, হাসপাতালের পার্সেস এ্যান্ড কর্মাসিয়াল অফিসার মারুফ হোসেন, আক্তার ফারুক, মামুন শেখ, মাহামুদুল হাসান শামিম প্রমূখ। উল্লেখ্য বিভিন্ন শ্রেনী পেশার ১৫ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + twelve =