Site icon Aparadh Bichitra

বিশ্বে ইসলামবিদ্বেষ ও ঘৃণার কোনো স্থান নেই : ট্রুডো

বিশ্বে ইসলামবিদ্বেষ ও ঘৃণার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এর প্রভাব খুবই ভয়াবহ হবে।

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় কানাডার নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। কানাডার অন্টারিওর অটোয়ার দক্ষিণ নিপেন মুসলিম কমিউনিটি মসজিদে তিনি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের বক্তব্য শোনেন এবং কিভাবে নিরাপদ ও সমন্বিত সমাজ গড়ে তোলা যায় সে বিষয়ে মতামত তুলে ধরেন। এর আগে গেল শুক্রবার ক্রাইস্টচার্চে জুম্মার নামাজের সময় মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানান ট্রুডো। এক বিবৃতিতে তিনি বলেন, প্রার্থনার সময় মানুষকে আক্রমণ করা অত্যন্ত বেদনার। নিউজিল্যান্ডে যে গুলির ঘটনা ঘটেছে তার কঠোর নিন্দা করছে কানাডা। হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। নিউজিল্যান্ড এবং বিশ্ব মুসলিম জনগোষ্ঠীর মতোই আমরা আজ শোকাহত। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে চালানো ভয়াবহ হামলার ঘটনায় শেষ খবর পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে পাঁচজন বাঙালি রয়েছেন।