আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাগো বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশন এর মানব বন্ধন

0
1883

শুক্রবার ১৫/৩/১৯ইং সকাল ১১ঃ০০টায় আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাগো বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশন আয়োজিত মানব বন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে। উক্ত মানব বন্ধনে সভাপতিত্ত করেন জাগো বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশন এর সভাপতি & করাপশন নিউজ এজেন্সির নির্বাহী সম্পাদক সৈয়দ কবির আহমেদ, এছাড়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খান,

মোস্তফা কামাল, নটরাজ পলাশ, সিঙার সাগর, জাগো বাংলাদেশ শিক্ষা ফেডারেশন এর সভাপতি জনাব আবুল কালাম আজাদ, জাগো বাংলাদেশ ভোক্তা অধিকার ফেডারেশন এর সাধারণ সম্পাদক নিলয় সহ বক্তব্য রাখেব সম্মেলিত মানবাধিকার জোট এর যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলার মুখের সম্পাদক সাইদুজ্জামান সেলিম, জনাব সাইদুজ্জামান সেলিম বলেনঃ ১৯৫০ দশকে মার্কিন নাগরিক রাফ নাদেম এর হাত ধরে এই ভোক্তা অধিকার আন্দোলনটি শুরু হয়, এরি ধারাবাহিকতায় ২০০৯ইং সালে বিশ্বের অন্নান্য দেশের মত বাংলাদেশেও এ আইনটি পাশ হয়, জাতি সংঘ কর্তৃক ৮টি চাহিদা বাস্তবায়নে ২০০৯ ভোক্তা অধিকার আইনে আনা হয়ঃ ১.মৌলিক চাহিদা পুরুনের অধিকা, ২. নিরাপদ পণ্য/সেবা পাওয়ার অধিকা, ৩. তথ্যের অধিকা, ৪. জানার অধিকা, ৫. প্রতিকার লাভের অধিকা, ৬. পছন্দের অধিকা, ৭. ভোক্তা শিক্ষা লাভের অধিকা, ৮. সুস্থ পরিবেশের অধিকার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =