বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

0
1600

আরও সজাগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার রাজধানীর বাড্ডা, গ্রিন রোড ও কলেজ গেট এলাকার ২১টি ফার্মেসিতে অভিযান চালানো হয়।

 

এ সময় ২০টি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব ফার্মেসিকে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় মোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ দিন তিন এলাকায় ৫টি তদারকি টিম কাজ করে। সঙ্গে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অধিদফতরের উপপরিচালক  বলেন, রাজধানীর তিনটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অধিদফতরের ৫টি টিম সারা দিন ২১টি ফার্মেসিতে এই তদারকি করে ২০টিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে শাস্তির আওতায় আনে। অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে তাহিম ফার্মাকে ২৫ হাজার টাকা, ড্রাগ ফার্মা ২০ হাজার, মেসার্স ঠাকরগাঁও ফার্মা ২০ হাজার, আল মদিনা ফার্মা ১৫ হাজার, এস ফার্মা ৩০ হাজার, আল রাজি ফার্মা ৫ হাজার, মেডিসিন ওয়ার্ল্ড ২৫ হাজার, বিল্লাহ ফার্মা ১৫ হাজার, ডে নাইটকে ১২ হাজার, এইচআর ফার্মাসহ আরও ১০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + 17 =