Site icon Aparadh Bichitra

রাজাপুরে ভোক্তা অধিকারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার রক্ষার্থে রাজাপুরে শুক্রবার ১৫ মার্চ সকাল ১০ টায় এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র‌্যালীটি রাজাপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করার শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার।

বিশ্ব ভোক্তা অদিকারে বিভিন্ন দিক দিয়ে আলোচনায় বক্তাব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার,রাজাপুর থানা অফিসার জাহিদ হোসেন,রাজাপুর পল্লি বিদ্যুৎ এজিএম রাজন কুমার,রাজাপুর শিক্ষা সুপারভাইজার সুমন বিশ্বাস,সাংবাদিক রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ আউয়াল গাজী,রাজাপুর সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক মোঃ এনামুল খান প্রমুখ।সভা শেষে স্কুল ভিত্তিক রচনা প্রতিযোগীতায় পুরুস্কার বিতরন করা হয়।এতে প্রথম পুরুস্কার পায় বড়ইয়া একাদশ শ্রেনীর থেকে সুমাইয়া তন্নী,২য় পুরুস্কার পায় রাজাপুর সদর পাইলট স্কুলের ৯ম শ্রেনীর সোহারা কাসমিয়া ও ৩য় পুরুস্কার পায় আবু ইউসুফ।এদরেকে নগদ টাকা ,ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার।সভায় বক্তরা বলেন ,বিশ্ব ভোক্তা অধিকার সকলের জন্য সমান,এ বছর শ্লোগান ছিল” নিরাপদ মানসম্মত পন্য”ক্রয় মূল্য যাচাই বাচাই করা,পন্য দেখে মান নির্নয় করা,অসাধু ব্যাক্তির কাছে দ্রব্য বিক্রয় সময় প্রশাসনকে জানিয়ে দেয়া।সকল পন্য ক্রয় ক্ষমাতার এক প্রশ্নের জবাবে নির্বাহী াফিসার বলেন,চাল বাজার দর ২৬ টাকা থাকলেও তাহা ক্রেতা তাহা পায় না,সকল কিছুতে ফাকিঁবাজ ও ঠকাঠকি চলছে,করছে আমার আপনার চোঁেখর সামনে,তিনি আরো বলেন,অনিয়ম চোঁখে ধরা পড়লে খবর দিলে মোবাইল কোর্ট বসিয়ে ব্যবস্থা নেয়া হবে।