বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পাট দিবস পালিত

0
379
আহমেদুর রহমান মুকুল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (৬ মার্চ) লালমনিরহাটে পাট দিবস পালিত হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট  জেলায় বর্ণিল আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা,  ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাটপণ্য দিয়ে একটি স্টল সাজানো হয়েছে। লালমনিরহাটের  জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন  থেকে একটি ব্যার্ণাঢ্য র‍্যালী শহরের প্রণকেন্দ্র মিশনমোর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‍্যালীটি শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাট অধিদপ্তর লালমনিরহাটের মুখ্য পরিদর্শক মহাফেজ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক বিধূ ভূষণ রায় । অন্যান্যদের মধ্যো বক্তব্য রাখেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি কামরুল হাসান বকুল, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, আর ডি আর এস কর্মসৃচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মাঈদুল ইসলাম, প্রবীন সাংবাদিক গেরীলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু ও গোকুল রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রফিকুল ইসলাম।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × four =