Site icon Aparadh Bichitra

সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

রাজধানীতে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

 

শুক্রবার (২২ মার্চ) সকালে মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননকে বহনকারী গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে, সাবেক এ মন্ত্রীর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। রাশেদ খান মেনন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ওয়ার্কার্স পার্টি অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টায় মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্টিসের একটি অপেক্ষমান বাস হঠাৎ করে স্টার্ট দিয়ে রাশেদ খান মেননের গাড়িকে ছিঁচড়ে দেয়। কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিল না, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না। চালককে আটক করেছে বনানী থানা পুলিশ।