Site icon Aparadh Bichitra

অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি নাগরিক সমাজের

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ’র উদ্যোগে আজ ১১ মার্চ ২০১৯ইং সোমবার সকাল ১০ টায় রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি ভবনের সামনে ‘অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে নাগরিক মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনে সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিইআরসি আইনের ২(ঝ) উপধারা মতে ট্যারিট অর্থ এনার্জি সরবরাহ বা তদসম্পর্কিত বিশেষ সেবার মূল্যহার এবং ৩৪(৫) উপধারা মতে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থবছরে একবারের বেশী পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানী মূল্যের পরিবর্তনসহ অন্য কোনরূপ পরিবর্তন ঘটে।’

মানববন্ধনে বক্তরা বলেন, উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে বিওসি’র সাথে মিশ্রণ করে বৈধ গ্রাহকদের সরবরাহ করার কথা থাকলেও গ্যাস কোম্পানীগুলি অবৈধ সংযোগের মাধ্যমে বিতরণ করে কোটি কোটি টাকা লুটপাট করে লোকসানের দায় জনগণের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ নিয়ন্ত্রক কমিশন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো জনগণের দুর্ভোগ বৃদ্ধির জন্য লুটপাটকারীদের প্রস্তাবের পক্ষে গণশুনানি অনুষ্ঠিত করে জনগণের কাছে গণশুনানিকে গণতামাশায় পরিণত করেছে। গড়ে ৬৬% মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণ করলে দেশের সকলক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হবে। সিএনজি’র মূল্যবৃদ্ধির ফলে একদিকে পরিবেশ বিপযর্য়, সিএনজি শিল্প ধ্বংস ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের সৃষ্টি হবে। বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধির ফলে দুইদিন বাদে বিদ্যুতের মূল্যও বৃদ্ধিপাবে। সার উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে কৃষি খাতেও নৈরাজ্য দেখা দিবে। আর এসকল নৈরাজ্য ও গণভোগান্তির দায় নিয়ন্ত্রক কমিশনকে বহন করতে হবে। তাই আমরা অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির এ গণশুনানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা বাতিল করে দেশের উদ্বিগ্ন জনসাধারণকে আশু ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি’র সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, গ্রীণ পার্টির চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ খান, মোবাইল ফোন রিসার্চ এসোসিয়েশনের সভাপতি মোঃ বুলু, দৈনিক বাংলার মুখ’র সম্পাদক সাইদুজ্জামান সেলিম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।