সামনে গিয়ে ফায়ার সার্ভিসের পাইপটা একটু ধরি

0
636

‘একটু সাইড দিন। সামনে গিয়ে ফায়ার সার্ভিসের পাইপটা একটু ধরি। ভাই মোবাইলটা সরান। ছবি তুলে কি হবে।

 

পারলে সাহায্য করেন।’উৎসুক জনতাকে সরিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করতে এভাবেই এগিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বনানীতে আগুন দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। কামাল আতাতুর্ক এভিনিউতে যান চলাচল বন্ধ করা হলেও মানুষজন পায়ে হেটেই ঘটনাস্থলে আসছেন। প্রস্ঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে ভবনের ৯তলা থেকে আগুনের সূত্রপাত। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদেরমধ্যে ১০তলার একটি অফিস থেকে বেঁচে ফেরা একজন চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন। তার মধ্যে একজন বিদেশী নাগরিক আছেন বলেও জানিয়েছেন তিনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। ছাদ থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে মানুষদের।

 

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − eight =