বাসদনেতা দেবাশীষ রায়ের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ

1
516

অবি ডেস্কঃ ২০১৪ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে নাইট কোর্স চালু এবং ফি বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে তৎকালীন ছাত্রনেতা, বর্তমানে নাটোর জেলা বাসদ সমন্বয়ক কমরেড দেবাশীষ রায়কে গত ২৯ মার্চ রাতে পুলিশ গ্রেফতার করে। পরের দিন জেল হাজতে পাঠায়।

এই ঘটনার প্রতিবাদে ৩০ মার্চ ২০১৯ শনিবার সন্ধ্যা ৭টায় বাসদ রংপুর জেলা শাখা নগরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, প্রভাষক অমল সরকার প্রমুখ।

কমরেড কুদ্দুস বলেন, ভোট ডাকাতির বর্তমান সরকার জনগণের সকল গণতান্ত্রিক আন্দোলনকে ফ্যাসিবাদী কায়দায় দমন করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে তিনি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ দেবাশীষ রায়ের মুক্তি এবং সকলের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =