ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা

0
638

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় আট লাখ টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে পাঁচবিবি থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

 

আটককৃত কনস্টেবলের নাম মুহিদুল ইসলাম। তিনি সাদা পোশাকে কালাই থানার এক পোল্ট্রি ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। আজ বুধবার সন্ধ্যায় বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে  জানা গেছে, জেলার কালাই উপজেলার পুনট বাজারের পোল্ট্রী ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী রতন জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা তুলে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল আটক মুহিদুল মোটরসাইকেল যোগে ক্ষেতলাল উপজেলার বটতলী সেতু এলাকায় এসে তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ মুহিদুল ব্যাগে ফেন্সিডিল আছে জানিয়ে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বটতলী বাজারের স্থানীয় জনতা এসে পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ পেয়ে বটতলী বাজার থেকে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ীর পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, মুহিদুল পাঁচবিবি থানার কনস্টেবল। তিনি থানায় কাউকে কিছু না বলে চলে গেছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 5 =