ক্যান্সারের চিকিৎসার কথা বলে মিথ্যাভাবে টাকা সংগ্রহ

0
620

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এক নারী। চিকিৎসার ব্যয় বহনে অক্ষম। এমন ভুয়া ক্যান্সারের কথা জানিয়ে মানুষের কাছ থেকে অর্থসংগ্রহকারী অনলাইনের একটি তহবিল থেকে ৪২ লাখ টাকা সংগ্রহ করেছেন ৪০ বছর বয়সী ওই নারী।

 

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের কেন্ট শহরে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, মিথ্যা অসুস্থতার কথা বলে অনলাইন তহবিলে অর্থ দাতাদের কাছ টাকা নেওয়ার অভিযোগে নিকোল এলকাবাস নামের ৪০ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মিথ্যা কথা বলে চিকিৎসার জন্য নিকোল ওই অর্থ সংগ্রহ করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে আগস্টে এই অর্থ সংগ্রহ করেন তিনি। ওই সময় নিকোল দাতাদের কাছ থেকে ৪৫ হাজার ৩৫০ ইউরো হাতিয়ে নেন। কেন্ট পুলিশের এক মুখপাত্র বলেন, ‘কেন্ট এবং এসেক্স সিরিয়াস ক্রাইম ডিরেক্টরের গোয়েন্দা তদন্তের পর নিকোল এলকাবাসকে ছয়টি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’ ক্যান্সারের চিকিৎসার কথা বলে মিথ্যাভাবে টাকা সংগ্রহ করায় তিনি অভিযুক্ত হয়েছেন। অবশ্য এর আগে গত ২ মে এলকাবাস এর বিরুদ্ধে আদালতে আপিল করেছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × three =