Site icon Aparadh Bichitra

মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার নগদ অর্থ আদায়

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই মিজান বাহাদুরপুর গ্রামের আবুবক্কারের ছেলে জসিম উদ্দিন(২৮)কে গরু পাচারের মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার নগদ অর্থ আদায় করেছে।

 

ভুক্তভোগী জসিম সাংবাদিকদের জানান, আমি নিজের ঘরে ঘুমানো অবস্থায় এসআই মিজান আমাকে ঘুম থেকে ডাকতে থাকে।আমি ঘুম থেকে উঠে আসার পর বেনাপোল পোর্ট থানার দারোগা মিজান আমাকে বলে তোর বিরুদ্ধে বইলেপুতা গ্রামের গরু পাচারের মামলা হয়েছে। সাথে সাথে মিজান দারোগা আমার হাতে হ্যান্ডক্যাফ পড়িয়ে দেয়। তখন এসআই মিজান আমার নিকট ৫০ হাজার টাকা দাবী করেন। আমি দারোগা মিজানকে তখন বলি আমার নামে কোন মামলা নেই, সে সময় দারোগা মিজান খাতা দেখে বলে তোর নামে গরু পাচারের মামলা আছে। তখন আমি তাকে বলি গরু পাচারের সাথে আমি জড়িত না কিন্তু এসআই মিজান আমাকে থানায় নিয়ে মারধর ও দশটা মামলায় জরানোর কথা বলে হুমকি দিতে থাকে। দারোগা মিজানের হুমকি ধামকিতে আমি ভয় পেয়ে যায়। তার কিছুক্ষন পর আমার ভাইকে মিজান দারোগা ঘরের বাইরে ডেকে এনে টাকার জন্য চাপ দিতে থাকেন। দারোগা বলেন ৫০ হাজার টাকা দিতে না পরালেও তোকে ৪০ হাজার টাকা দিতে হবে। এক পর্যায়ে আমাকে এই মিথ্যা মামলা থেকে ছাড়ানোর বিনিময়ে তার সাথে ২৫ হাজার টাকার চুক্তি হয়। সেই মোতাবেক পরের দিন দারোগা মিজানকে ২০ হাজার টাকা ও তার সহযোগী দাড়ি ওয়ালা পুলিশ কর্মকর্তাকে ৫ হাজার টাকা দেওয়া হয়। অসহায় জসিম আরো বলেন, আমি যশোর কোর্টে খবর নিয়ে দেখি আমার নামে কোন মামলা হয় নাই। ভবিষ্যৎ এমন মিথ্যা মামলার ভয় দেখিয়ে কোন পুলিশ কর্মকর্তা আমার মত নিরীহ অসহায় মানুষের ফাঁসাতে না পারে আমি আপনাদের মাধ্যামে এর সুষ্ঠ বিচার দাবী করছি।