Site icon Aparadh Bichitra

বেসিক ব্যাংকের উদ্যোগে পুরো বৈশাখ জুড়ে ‘সঞ্চয় মাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

অবি ডেস্ক: রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ‘বাংলা বর্ষ ১৪২৬ বরণ’ উপলক্ষ্যে বৈশাখ মাসকে ‘সঞ্চয় মাস’ হিসেবে ঘোষণা করে বৈশাখ মাস জুড়ে গতকাল থেকে ‘সঞ্চয় মাস’ উদযাপন শুরু হয়েছে। এই সময়ে হিসাব খোলার বিপরীতে আমানতকারী গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মুনাফা। এছাড়া সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন এবং নারী গ্রাহকদের হিসাব খোলার বিপরীতে রয়েছে বিশেষ মুনাফা অফার।

১৫ এপ্রিল ২০১৯ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের আমানত পরিস্থিতির উন্নয়নে এই বিশেষ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, জনাব এ.বি.এম রুহুল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব আহম্মদ হোসেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা ও এর আশেপাশের জেলাসমূহের সকল শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং সহকারী মহাব্যবস্থাপক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।