Site icon Aparadh Bichitra

দুধে পানি ও সোডা মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুধে পানি ও সোডা মেশানোর দায়ে শামছুল হক (৫৫) নামের এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

একই সঙ্গে জব্দ করা ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬০ লিটার ভেজাল দুধসহ ব্যবসায়ী শামছুল হককে আটক করা হয়। শামছুল হকের বাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএনও মো. আরিফুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুধের সঙ্গে পানি ও সোডা মেশানোর সময় শামছুল হককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন এবং জব্দ করা ভেজাল দুধ ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, স্যানিটারি পরিদর্শক এস এম শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম প্রমুখ।