মাধুরীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা

0
425

নব্বইয়ের দশকে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিতের প্রেমের গসিপে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। অনস্ক্রিনে তখন একের পর এক কাজ করছেন তাঁরা। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে বহু জল্পনা ছিল।

 

তাঁরা ২২ বছর পর ফের ফিরছেন অনস্ক্রিনে। সৌজন্যে ‘কলঙ্ক’। সে ছবির সেটেই নাকি মাধুরীর সঙ্গে নিজের যমজ সন্তানদের আলাপ করিয়ে দিয়েছেন সঞ্জয়। সম্প্রতি এক সাক্ষাত্কারে সঞ্জয় বলেন, “মাধুরীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। আমি একটু নার্ভাসই থাকতাম। মাধুরীই বরং কাজটা অনেক সহজ করে দিয়েছিল। আমরা শুটিং ব্রেকে নিজেদের সন্তানদের নিয়েও কথা বলতাম। আমি তো শাহরান আর ইকরার সঙ্গে মাধুরীর আলাপ করাতে ওদের সেটেও নিয়ে গিয়েছিলাম।’’ ‘কলঙ্ক’ ছবির ভাবনা মূলত ছিল কর্ণ জোহরের বাবা প্রয়াত যশ জোহরের। সঞ্জয় জানিয়েছেন, ১৯৯৩-এ ‘গুমরাহ’ ছবির শুটিংয়ের সময়ই এই গল্পের কথা তাঁকে বলেছিলেন যশ। সঞ্জয়ের কথায়, ‘‘গুমরাহের সময় যশ আঙ্কেল আমাকে গল্পটা বলেছিলেন। ধর্মা প্রোডাকশন তো পরিবারের মতো। ফলে কর্ণ যখন বলল আমাকে, না বলার কোনও প্রশ্নই ছিল না। আরও একটা ব্যাপার। এ ছবিতে আমার চরিত্রের নাম বলরাজ। আমার বাবা সুনীল দত্তের আসল নাম ছিল এটাই। পার্টিশানের সময় বাবাও পাকিস্তান থেকে এসেছিলেন। ফলে মানসিক ভাবে এ ছবির সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম।’’ ‘কলঙ্ক’ মুক্তি পাবে আগামী ১৭ এপ্রিল। সঞ্জয়, মাধুরী ছাড়াও আলিয়া ভট্ট, বরুণ ধবন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূরের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 3 =