Site icon Aparadh Bichitra

আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে : ইমরান খান

শিক্ষা, চিকিৎসার অভাবে গরিব মানুষ ভোগান্তিতে পড়লে শাসকদের আল্লাহর কাছে জবাব দিতে হবে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার ওরাকজি উপজাতীয় জেলার প্রধান কার্যালয় কালাইয়াতে এক জনসভায় এসব কথা বলেন।

 

ইমরান খান জনসভায় বলেছেন, গরিব মানুষের ভোগান্তির জন্য শাসকদের অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাদের শিশুরা যদি শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হয়, তবে আল্লাহর কাছে আমাদের দায়ী থাকতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ভালো ক্যাপ্টেন তার দলের ওপর সবসময় নজর রাখেন। মাঝে মধ্যে ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনতে হয়। ম্যাচ জিততে হলে এটা করতে হবে। ইমরান খান আরো বলেন, এজন্য আমি আমার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছি। এবং ভবিষ্যতের ভালোর জন্য আমি সেটা আরো করবো। এছাড়া ইমরান খান বলেন দেশটির মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, যাকে দেশের কোনো কাজে আসবে না, তাকে পরিবর্তন করে সেখানে নতুন কাউকে বসানো হবে।