Site icon Aparadh Bichitra

পুরস্কার পেলেন মিয়ানমারে আটক দুই সাংবাদিক

রোহিঙ্গা গণহত্যায় সেনাবাহিনী ও পুলিশ জড়িত থাকার খবর প্রকাশ করে সাংবাদিকতার নোবেল বলে পরিচিত পুলিৎজার পুরস্কার-২০১৯ পেয়েছে ।

 

একাধিক আলোকচিত্রের জন্যে এই পুরস্কার দেয়া হয় সংস্থাটির দুই তরুণ প্রতিবেদক ওয়া লোন এবং কেই সোকে। রাখাইন প্রদেশের ইনদিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলমানকে নৃশংসভাবে হত্যা করে কবর দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ গ্রামবাসী। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে সেই তথ্য উঠে এলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। গণহত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে নিয়ে আসার ঘটনায় মূল ভূমিকা রাখা ওই দু’ সাংবাদিক চার’শ ৯০ দিন ধরে মিয়ানমারের কারাবন্দি রয়েছেন। বিবিসি জানায়, একই সঙ্গে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী মধ্য আমেরিকার অভিবাসীদের দুরবস্থার ওপর আলোকচিত্রের জন্যেও দুজনকে এই পুরস্কার দেয়া হয়েছে। মার্কিন সাংবাদিকতার সবচে’ সম্মানজনক পুরস্কারটি টানা দ্বিতীয় বার পেলো রয়টার্স । যুক্তরাজ্য ভিত্তিক এই বার্তা সংস্থা ২০০৮ সালের পর এ পর্যন্ত সাতবার পুলিৎজার পুরস্কার লাভ করেছে।