Site icon Aparadh Bichitra

লেবানন থেকে হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে

ইসরাইলের সেনাবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার মেজর জেনারেল ইউয়িল এস্ট্রিক হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আতংকে ভুগছেন।

 

তিনি বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ প্রতিদিন এক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। ইসরাইলের উত্তরাঞ্চলের ওই কমান্ডার বলেন, হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর যেকোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ ইসরাইলের কৌশলগত অবস্থানে হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এ অবস্থায় লেবাননের সঙ্গে যুদ্ধ হলে ইসরাইল উত্তর সীমান্তের সব আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেবে বলে তিনি জানান। এর আগে ইসরাইলের আরেক সামরিক কমান্ডার তামির ইয়াদাই বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো স্থানে হামলা চালাতে পারবে এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।