সাভারে চাঞ্চল্যকর হুমায়ুন কবির হত্যা: বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া

0
606

কামরুল হাসান রুবেলঃ মানবতা হচ্ছে লুণ্ঠিত, অন্যায়ের প্রতিবাদ করলেই হতে হয় খুন।হতে হয় কচুরিপানার মত বহমান নদীর লাশ।এখনো মানবতা লুন্ঠিত হয়নি, এখনো মানবতা জাগ্রত।  তারই ধারাবাহিকতায় সাভারে, চাঞ্চল্যকর হুমায়ুন কবির হত্যা কান্ডের প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রাজফুলবাড়িয়ার পানপাড়া স্কুল মাঠে  প্রতিবাদ সভা হয়। তেতুঁলঝোড়া ইউনিয়ন শাখা সেচ্ছাসেবক লীগ এর আয়োজন করেন। প্রতিবাদ সভা কেন্দ্র করে সাভারের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদি নারী-পুরুষের ঢল নামে এ সভায়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট প্রতিবাদি ব্যক্তিত্ব তেতুঁলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। ঢাকা জেলা উওর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সায়েম মেল্লা সহ সব শ্রেণী পেশার মানুষ।  কবির হত্যাকান্ডের মূল আসামী খুনি পারভেজ ও আলমগীরের ফাসিঁর দাবিজানায় বক্তারা। এখন ও কান্না থামেনি হুমায়ুন কবিরের পরিবারের। উল্লেখ্য সম্প্রতিক সেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির কে পরিকল্পীত ভাবে কুখ্যাত মাদক সন্ত্রাস পারভেজ ও আলমগীর বাহিনী  কুপিয়ে হত্যা করে ধল্লেশরী নদীতে ভাসিয়ে দেয়। নির্মম হত্যা কান্ডের এ ঘটনার গোটা এলাকা জুড়ে তিব্র প্রতিবাদের ঝড় উঠে। প্রতিবাদ সভায় কবিরের আত্বার মাখফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + 4 =