ভোটার হালনাগাদ এর মধ্যে দিয়ে, তৃতীয় লিঙ্গের ভোটের অধিকার নিশ্চিত হবে

1
504
কামরুল হাসান রুবেলঃ সামনে জাতীয় ও স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট নেওয়া হবে ও ভোটার হালনাগাদ কড়া হবে।এই হালনাগাদ ভোটারদের মধ্যে থাকছে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়।তাড়া ভোট প্রদানের সুযোগ সহ নাগরিত্ব সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুুরী। মঙ্গলবার সকালে সাভার উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনার এসময় আরও বলেন নির্বাচন কমিশন সবসময় ভোটারদের আস্থার জন্য কাজ করে যাচ্ছে কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠ নির্বাচন করার। সকল দল নির্বাচনে অংশ গ্রহন করলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়বে এতে কোন সন্দেহ নেই। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকা দরকার। নির্বাচন কমিশন সকল নির্বাচন সুষ্ঠ করার জন্য কাজ করে যাচ্ছে তাই ভোটারদের উচিত সকল নির্বাচনে ভোট দিতে আসা।তিনি আরো বলেন,ভোটাধিকার ও নাগরিকত্ব সুবিধা পাবেন হিজড়া সম্প্রদায় । এসময় তার সাথে উপস্থিত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান,সাভার উপজেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞাসহ আরো অনেকে।
সিংকঃ ব্রিগেডিয়ার জেনারেল (অব,) শাহাদাত হোসেন চৌধুুরী নির্বাচন কমিশনার।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 − two =