এফবিসিসিআইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পরিচালক নির্বাচিত: সভাপতি হলেন শেখ ফজলে ফাহিম

1
657

এজাজ রহমানঃ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদের পরিচালনা পর্ষদের পরিচালক পদে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংগঠনের পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় নির্বাচন হয়নি। বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৪২ পরিচালক পদে সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৬ জন করে ৭২ জন পরিচালকের মধ্যে দুই গ্রুপের ২১ জন করে ভোটে ও ১৫ জন করে মনোনীত পরিচালক থাকেন। এ বছর চেম্বার গ্রুপ থেকে একজন পরিচালক কম রয়েছে। রংপুর চেম্বারের মনোনীত পরিচালক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ঋণখেলাপি হওয়ায় তিনি বাদ পড়েছেন। নির্বাচিত ও মনোনীত পরিচালকরা পর্ষদের একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও ৬ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন। এ বছর চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি হবেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে। সহ-সভাপতির ৬টি পদ ৩টি করে পাবে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ। সোমবার মতিঝিলের ফেডারেশন ভবনে পরিচালকরা এসব পদে নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে গোপালগঞ্জ চেম্বার থেকে নির্বাচিত পরিচালক শেখ ফজলে ফাহিম একমাত্র প্রার্থী। তবে সিনিয়র সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। এফবিসিসিআই সূত্র জানায়, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ, বারভিডার হাবিবুল্লাহ ডন, ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ ও আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের আবু নাসের এ পদে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাসোসিয়েশন থেকে শমী কায়সার, হেলেনা জাহাঙ্গীর, নিজামউদ্দিন রাজেশ ও খন্দকার মুইনুর রহমান জুয়েল এবং চেম্বার গ্রুপ থেকে রেজাউল করিম রেজনু, সুজীত কুমার দাস, আনোয়ার সাদাত সরকার, হাসিনা নেওয়াজ, শারিতা মিল্লাত ও মকবুল হোসেন প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 4 =