অসাধু ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ খেজুর

1
1541

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ৪০ মণ মিষ্টি ও ১৬ মণ খেজুর ধ্বংস করেছে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই সময় মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার দিনব্যাপী উপজেলার বড় আজলদী গ্রামে এগারসিন্দুর কোন্ড স্টোরে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। জানা যায়, কিশোরগঞ্জ শহরের স্বনামধন্য মিষ্টির দোকান মদন গোপাল অধিক মুনাফা লাভের আশায় এগারসিন্দুর কোল্ড স্টোরে ২৪টি ড্রামে মেয়াদোত্তীর্ণ প্রায় ৪০ মণ মিষ্টি ড্রামের মধ্যে সংরক্ষণ করে। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন রমজান মাসকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ প্রায় ১৬ মণ খেজুর সংরক্ষণ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন ও কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এ অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ৪০ মণ মিষ্টি ড্রাম থেকে নিয়ে বালি দিয়ে নষ্ট করা হয় এবং ১৬মণ মেয়াদোত্তীর্ণ খেজুর আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদত্তীর্ণ মালামাল সংরক্ষণের দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে এই অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − five =