Site icon Aparadh Bichitra

উত্তরায় গার্মেন্টস মালিকের বাসা থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোড এলাকার একটি ভবনের ছাদ থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ সূত্রে  জানাযায়, তারা দুইজন স্পাইরাল গার্মেন্টসের মালিক মাজেদুল ইসলামের বাসায় কাজ করতো।

 

বুধবার মহান মে দিবসে ভোরে ভবনটির ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, উত্তরার জসীম উদ্দীন সড়কের ৪০ নম্বর ভবনের ৬তলার গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় এই দুইজন গৃহকর্মীর কাজ করতেন। নিহত দুই গৃহকর্মীর নাম – রুবি (১৭) ও হালিমা (১৫)। ওই বাসার সদস্যদের থেকে জানাযায়  রুবির বাড়ি লক্ষ্মীপুর ও হালিমার বাড়ি গাজীপুরে। তারা আরও জানান, রুবি আড়াই বছর ধরে মাজেদুল ইসলামের বাসায়  কাজ করতেন। আর হালিমা এক সময় কাজ ছেড়ে দিলেও পরে আবারও এই বাসায় কাজে নিযুক্ত হন। এদিকে ওই ভবন থেকে একটি সিসি টিভির ফুটেজ উদ্ধার করেছে তদন্তকারী পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসি টিভির ফুটেজে দেখা গেছে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ওই দুই গৃহকর্মী ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে ছাদে উঠছেন। এর পর পাশের একটি একতলা ভবনের ছাদ থেকে ওই দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে। তাদের দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ভিডিওর দুই নারীই পালানোর চেষ্টাকালে ছাদ থেকে পরে যায়। নিহতদের হাত ও পা ভাঙা ছিল বলে এমনটাই ধারণা তাদের। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন তারা। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই তদন্তের রিপোর্ট হাতে এলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত আসছে……………