ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

0
590

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি ফার্মেসিতে ২৫ টাকার (অ্যাম্পুল) ইনজেকশন ৭০০ টাকায় বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

রোববার এই অভিযান পরিচালনা করেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দুইটি ফার্মেসিতে (অ্যাম্পুল) ইঞ্জেকশন ৭০০ ও ৩০০ টাকায় বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় বিসমিল্লাহ ফার্মেসি ও জীবন ফার্মেসিকে যথাক্রমে ২০ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এক প্যাকেটে ১০টি ইঞ্জেকশন (অ্যাম্পুল) সর্বোচ্চ খুচরা মূল্য ২৫০ টাকা। প্রতি ইঞ্জেকশনের দাম পড়ে ২৫ টাকা। কিন্তু সেটি রশিদমূলে ৭০০ টাকায় কিনেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − 5 =