Site icon Aparadh Bichitra

১০,০০,০০০ টাকা জরিমানা সহ তিনজনকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড

র‌্যাব-১০ এর ভ্রাম্যমান আদালত কতৃক যাত্রাবাড়ী এবং ডেমরা এলাকায় নকল ও নিম্মমানের ফ্যানের কয়েল তৈরীর দায়ে ১০,০০,০০০ টাকা জরিমানা সহ তিনজনকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং বিপুল পরিমান ফ্যানের সরঞ্জামাদি জব্দসহ কারখানা সীলগালা।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলম এর পরিচালনায় সিপিসি-৩, র‌্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর সমন্বয়ে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন নিমতলা এলাকায় এবং যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করে। এ সময় ভ্রাম্যমান আদালত ডেমরা থানাধীন নিমতলা এলাকায় সাকুরা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজকে নকল ফ্যান তৈরীর দায়ে ৮,০০,০০০ টাকা জরিমানা এবং এর তিনজন কর্মচারীকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অর্থি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজকে নকল ও নিম্মমানের ফ্যানের সরঞ্জামাদি তৈরীর দায়ে ২,০০,০০০ টাকা জরিমানাসহ বিপুল পরিমান ফ্যানের সরঞ্জামাদি জব্দসহ কারখানা সীলগালা করেন।