Site icon Aparadh Bichitra

৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে মঙ্গলবার ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

 

জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু এসময় উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান জানিয়েছেন, টুংগীপাড়া উপজেলার পাটগাতি বাজারে মেসার্স কালিদাস সাহা স্টোরে ৩টি ১৮ লিটার তেলের জারে কোন খুচরা মূল্য, মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখ উল্লেখ নেই, যা ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ঐ বাজারের মেসার্স রিফা ফার্মাসিতে জীবন রক্ষাকারী ওষুধ মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়।এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স নাঈম স্টোরকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা নষ্ট ফল রাখার জন্য ৫১ ধারয় ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেসার্স রবিউল স্টোরকে পচা নষ্ট ফল ও মূল্য তালিকা না রাখার জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।