আগামী বুধবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

1
593

আগামী বুধবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু এ তথ্য জানিয়েছেন।

 

বুধবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। এ জন্য সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আবু নাসের টিপু জানান, রোববার সকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলে দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেন ওবায়দুল কাদের । গত ৩ মার্চ ভোরে ঢাকার বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ২০ মার্চ সেখানের ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ভর্তির এক মাস পর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে নিয়মিত চেকআপের সুবিধার্থে চিকিৎসকের পরামর্শে ওই হাসপাতালের কাছেই একটি ভাড়া করা বাসায় অবস্থান করছেন তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − ten =