উজিরপুরে ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক জেল হাজতে

0
374

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তাল হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ১১ মে সকাল ৯ টায় উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রধান শিক্ষক মুক্তাল হোসেন ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ২ মে স্কুল চলাকালীন সময় তার শ্লীলতাহানী ঘটায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত শিক্ষার্থীর অভিভাবক বিভিন্ন লোকের স্বরণাপন্ন হয়ে সমাধান না পেয়ে অবশেষে ১১ মে সকালে শিক্ষার্থীর পিতা মিজানুর রহমান বাদী হয়ে প্রধান শিক্ষককে আসামী করে মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. জসিম উদ্দিন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। ভিকটিমকে ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীর পিতা ৯ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১০ মে উভয়পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত করে জবানবন্দি নেন। ঐ দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মডেল থানা অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে শিক্ষকের পরিবার পুরো বিষয়টিকে ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 1 =