দশমিনায় জমাজমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ নারীসহ আহত ৫

0
477

ফয়েজ আহমেদ,দমমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ রনগোপালদী গ্রামে জমাজমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ নারীসহ আহত ৫ জন আহত হযেছে। ঘটনার বিবরনে প্রকাশ, দক্ষিণ রনগোপালদী গ্রামের মেছের মোড়ল এবং মোস্তফা মোড়লদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঐ বিরোধকে কেন্দ্র করে আজ ১০ মে সকাল ০৮টার দিকে মোস্তফা মোড়লের ছেলে রেজাউল,রাসেদ,রাসেল এবং তাদের বোন ঝুমুর , মেছের মোড়লের ছেলে জাকির হোসেনের স্ত্রী নাসিমা বেগমকে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকিলে,নাসরিন প্রতিবাদ জানালে নাসরিনকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় এবং মারধম করতে থাকে।

নাসরিন আরো বলেন, আমার আমার ডাক চিৎকারে আমার স্বামী জাকির আমাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে এবং রেজাউলের হাতে থাকা বাংলা দা দিয়ে আমার স্বামী জাকিরকে মাথা লক্ষ করে কোপ দিলে তার বাম চোখের উপরি অংশে লাগে এবং রক্তক্ত কাটা জখম হয়ে মাটিতে পরে যায়। এসময় স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভার্তি করে। এসময় প্রতিপক্ষের হামলায় অন্যান্য অহতরা হলেন, আরিফ হোসেন(২৫),তামান্ন বেগম(১২) সুরাতজান বিবি (৬০) এখন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ মর্মে জাকিরের স্ত্রী বাদী হয়ে ০৫ জনকে আসামী করে দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × four =