Site icon Aparadh Bichitra

বনফুল ও মধুবনকে ৬ লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং পচা সিরকায় মিষ্টি রাখায় চট্টগ্রামে দুই বেকারি প্রতিষ্ঠান বনফুল ও মধুবনকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, নগরের হামজারবাগ এলাকায় মধুবনের কেক ও বিস্কুট তৈরির কারখানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পচা ডিম ও বাসি পামওয়েল দিয়ে কেক ও বিস্কুট তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।এদিকে নগরের বায়েজিদে বনফুলের কারখানায় পচা সিরকায় মিষ্টি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপার শপে র‌্যাবের ভোজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে মেয়াদোত্তীর্ণ ও নোংরা বিভিন্ন উপকরণ জব্দের পর ধ্বংস করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর রহমান। যেসব জিনিস ধ্বংস করা হয় সেগুলো হল- ৬৫ কেজি মিষ্টি, ২১ কেজি দই, দেড় টন লাচ্ছা সেমাই, ৭৫ কেজি মেয়াদোত্তীর্ণ বিস্কুট, ৫২ কেজি ময়দা, ৮০০ কাপ কেক, ৮০টি নোংরা কম্বল, ৭৫০টি নষ্ট ডিম, ৫০ লিটার তরল ডিম, ১৬০ লিটার পাম অয়েল, ৫২ লিটার ভিনেগার এবং ৪৫০ পিস খালি প্যাকেট।