দেশি মিট এবং আফতাবের মাংসের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা

1
1106

সিটি করর্পোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি বিক্রয় করার অপরাধে দেশি মিট এবং আফতাবের মাংসের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রমজান উপলক্ষে বিশেষ অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহিমনা আক্তার। তিনি জানান, শুক্রবার মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার এবং আদাবর কাঁচাবাজার এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রয় করার অপরাধে দেশি মিট এবং আফতাবের মাংসের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুরগির মাংস বিক্রেতা, একজন মাছ বিক্রেতা এবং একটি রেস্টুরেন্টসহ সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাজার তদারকিতে সহায়তা প্রদান করে মোহাম্মদপুর এবং আদাবর থানা পুলিশ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen + four =